আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ, বাংলাদেশ-ভারত লড়বে পুনেতে

সংগৃহীত ছবি

বিশ্বকাপের খসড়া সূচি 

আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ, বাংলাদেশ-ভারত লড়বে পুনেতে

অনলাইন ডেস্ক

আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাকি নেই আর বেশি সময়। অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হতে পারে পুনেতে। অপরদিকে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের আহমেদাবাদে খেলতে আপত্তি জানিয়ে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৈরি করা খসড়া সূচিতে জানা গেছে, বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামেই রাখা হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ।

আহমেদাবাদ ভেন্যু নিয়ে পিসিবির আপত্তির মূল কারণ দুটি। ভারতের অঞ্চলগুলোর মধ্যে দক্ষিণ ভারত আর কলকাতায় তুলনামূলক বেশি দর্শক সমর্থন আছে পাকিস্তানের, এই অঞ্চলে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে দলটি।

তবে এবার আহমেদাবাদ নিয়ে আপত্তির বড় কারণ ছিল এশিয়া কাপ।

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলার পর পিসিবি হাইব্রিড মডেলের প্রস্তাব করেছিল। প্রস্তাব অনুসারে ভারত ছাড়া অন্য দলগুলো অন্তত একটি করে ম্যাচ খেলবে পাকিস্তানের মাটিতে। এরপর নিরপেক্ষ একটি ভেন্যুতে ভারতসহ সব দল মিলিয়ে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস।

সে সময় পিসিবির পক্ষ থেকে আইসিসিকে বলা হয়, বিসিসিআই হাইব্রিড মডেলের এশিয়া কাপ না মানলে পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাওয়ার নিশ্চয়তা নেই। আর বিশ্বকাপ খেলতে গেলেও আহমেদাবাদে ম্যাচ খেলতে আপত্তি জানিয়ে রাখে পিসিবি।

শেষ পর্যন্ত পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে দর-কষাকষিতে একটি সমাধান এসেছে। পিসিবি প্রস্তাবিত হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে রাজি হয়েছে ভারত, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিনিময়ে বিশ্বকাপ অংশগ্রহণ ও আহমেদাবাদে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান।

খসড়া সূচিটি এরই মধ্যে আইসিসি হয়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পৌঁছে গেছে। আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় আইসিসি বোর্ডের সভায় চূড়ান্ত সূচি অনুমোদন পেতে পারে।  

ক্রিকেটবিষয়ক নিউজ পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর সময় ধরে বিশ্বকাপের সূচি তৈরি করেছে বিসিসিআই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। স্বাগতিক ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি রাখা হয়েছে ১৫ অক্টোবর আহমেদাবাদে।

খসড়া সূচিতে বাংলাদেশ-ভারত ম্যাচ রাখা হয়েছে ১৯ অক্টোবর মহারাষ্ট্রের পুনেতে। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে। খসড়া সূচিতে প্রয়োজন সাপেক্ষে সংশোধন এনে এ সপ্তাহেই চূড়ান্ত সূচি ঘোষণা হওয়ার কথা।

news24bd.tv/SHS