ইসির গুরুত্বপূর্ণ নথি ৪ কমিশনারের কাছে উপস্থাপনের নির্দেশ

ইসির গুরুত্বপূর্ণ নথি ৪ কমিশনারের কাছে উপস্থাপনের নির্দেশ

ইসির গুরুত্বপূর্ণ নথি ৪ কমিশনারের কাছে উপস্থাপনের নির্দেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সব ফাইল চারজন নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপনের নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে ইসি সচিবালয়।

মঙ্গলবার সব কার্যক্রম পরিচালনায় আইন ও বিধিমালা অনুসরণের নির্দেশ দিয়ে এই অফিস আদেশ জারি করা হয়।

এখন থেকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য নির্বাচন কমিশনারদের কাছেও গুরুত্বপূর্ণ সব বিষয়ে নথি উপস্থাপন করতে হবে ইসি সচিবালয়কে।

এ অফিস আদেশ জারির পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি সচিবের সঙ্গে নানা বিষয়ে ভিন্নমতের মধ্যেও সিইসির কক্ষে বৈঠক করেছেন চার নির্বাচন কমিশনার।

গতকাল বিকেলে সিইসির কক্ষে এ চার কমিশনার দীর্ঘ সময় আলোচনা করেন।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ইসি সচিবালয়ের কিছু কিছু কার্যক্রমে আইন ও কার্যপ্রণালী বিধিমালার ব্যত্যয় ঘটেছে; যা চার নির্বাচন কমিশনারের নজরে এসেছে। তাই এ সংক্রান্ত বিধিবিধান প্রতিপালন করে ইসি সচিবালয়ের সব কাজ পরিচালনার জন্যে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

প্রসঙ্গত, এর আগে অভিযোগ উঠেছিল, ইসি সচিবালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব ছাড়া অন্য নির্বাচন কমিশনারকে অবহিত করা হয় না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর