আওয়ামী লীগের কেউ মুফতি ফয়জুলের ওপর হামলা করেনি, দাবি মহানগরের

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের কেউ মুফতি ফয়জুলের ওপর হামলা করেনি, দাবি মহানগরের

অনলাইন ডেস্ক

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি ফয়জুলের ওপর আওয়ামী লীগের কেউ হামলা করেনি। এটা নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র। তারা নিজেরাই নিজেদের হামলা করেছে বলে দাবি করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

এদিকে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে হাতপাখা প্রতীকের প্রার্থী ও তার কর্মীদের বিরুদ্ধে নৌকার প্রার্থীর কর্মীদের মারধর ও ভোটারদের বাধা দেওয়ার উল্টো অভিযোগ তুলেছে আওয়ামী লীগ।

রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে আওয়ামী লীগ বলেছে, হাতপাখার প্রার্থী সৈয়দ ফয়জুল করিম সদলবলে কেন্দ্রে কেন্দ্রে ঢুকে ভোটারদের প্রভাবিত করেছেন।  

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবুল খায়ের আবদুল্লাহর নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. আফজালুল করিম রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। তাতে বলা হয়, হাতপাখার প্রার্থী ফয়জুল করিম সদলবলে কেন্দ্রে কেন্দ্রে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন। তাকে বাধা প্রদান করলে নৌকা প্রতীকের কর্মীদের মারধর করা হয়েছে।

তার হাতপাখা মার্কার কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।  

আওয়ামী লীগের অভিযোগে বলা হয়, হাতপাখা প্রতীকের নারী কর্মীরা লাইন দাঁড়ানো নারী ভোটারদের ভোট দানে প্রভাবিত করেছেন। ভোট কেন্দ্রে নিয়োজিত দায়িত্বপ্রাপ্তদের অভিযোগ করলেও তারা অসহযোগিতা করেছেন।

news24bd.tv/SHS