বরিশালের নতুন নগরপিতা খোকন সেরনিয়াবাত

সংগৃহীত ছবি

বরিশালের নতুন নগরপিতা খোকন সেরনিয়াবাত

অনলাইন ডেস্ক

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, বরিশাল সিটির মোট ১২৬ কেন্দ্রে খোকন সেরনিয়াবাত নৌকা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।

যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বরিশালে হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ফলে এমনিতেই বরিশাল নগরীর নতুন নগরপিতা হতে যাচ্ছেন খোকন সেরনিয়াবাত।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বরিশাল সিটিতে ১ হাজার ১৪৬টি সিসি ক্যামেরার আওতায় ছিল পুরো নির্বাচন। এতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এতে ১২৬টি ভোটকেন্দ্রের ৮৯৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

news24bd.tv/SHS