নোয়াখালীতে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

নোয়াখালীতে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে দৌলতউজ্জামান জয় (৩২) হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ মামলায় খালাস দেওয়া হয়েছে বেলাল হোসেন (৫৩) নামের অপর এক আসামিকে।

সোমবার বিকালে শুনানি শেষে এর রায় প্রদান করেন সিনিয়র জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা।

ঘটনার পর আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি। তাই আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার আহাম্মদ উল্যার ছেলে সোহরাব হোসেন (২৬), একই এলাকার আবুল কাশেমের ছেলে নওয়াজ শরীফ (২৬) ও ইসমাইল লেবারের ছেলে রিয়াজ (২৭)।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের পর থেকে তাদের সাজা শুরু হবে।

এ মামলায় বেলাল নামের অপর আসামির অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।  

মামলায় আসামি পক্ষে কোন আইনজীবী না থাকায় সরকারের পক্ষ থেকে (ডিফেন্স ল' ইয়ার) হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শিব নাথ ভৌমিক।

news24bd.tv/কেআই