বেতন বাড়লো নারী ক্রিকেটারদের

সংগৃহীত ছবি

বেতন বাড়লো নারী ক্রিকেটারদের

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণাও এসেছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আজ সোমবার নিজে এ খবর জানিয়েছেন।

আজ বিসিবি পরিচালক পর্ষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হাসান পাপন জানান, ‘এতদিন মেয়েরা যে ম্যাচ ফি ও মাসিক বেতনটা পেতো, ওটা আমরা বাড়িয়েছি।

আজ সিদ্ধান্ত নিয়েছি নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর। ভালো পরিমাণে বাড়ানো হয়েছে। ’

সেই ভালোটা কতো? এই প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন শুরুতে বলেন, ‘ভালোর তো শেষ নাই। এখন যা পাচ্ছে, তার চেয়ে স্যালারি ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে।

’ পরে বিস্তারিত বলেন তিনি, ‘যেটা মাসে ৬০ হাজার টাকা ছিল, সেটা এখন থেকে এক লাখ হবে। আর যাদের বেতন ছিল ৩৫ হাজার, এখন থেকে তারা পাবেন ৫০ হাজার টাকা। ’

এদিকে পুরুষ ক্রিকেটারদের মধ্যে যারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন তাদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। পাশাপাশি ‘এ’ দলের চারদিনের টেস্টের ম্যাচ ফি কম ছিল। সেটা বাড়ানো হয়েছে।

তবে মেয়েদের বেতনটাই উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। কারণ ব্যাখ্যা করতে গিয়ে পাপন বলেন, ‘বাংলাদেশে মেয়েদের ক্রিকেট খেলা এত সহজ না। ক্রিকেট খেলাটাই একটু কঠিন। একে তো খেলার জন্য আলাদা একটা পিচ বা উইকেট লাগে; মাঠ হলেই হবে না। এটার সঙ্গে যেসব জিনিস দরকার, এটা অনেক ব্যয়ের খেলা। ’

তিনি আরও যোগ করেন, ‘এত কষ্টের মধ্যেও, এত বাধা থাকা সত্ত্বেও বাংলাদেশের মেয়েরা যে ক্রিকেট খেলছে, আমরা যে সুবিধা দেই, ওই তুলনায় কিছুই না। অন্য কোনো জায়গায় হলে এরা আরও অনেক বেশি সুবিধা পেতো। এটা আমরা জানি। সেজন্য মনে করি এটা প্রথম ধাপ। ওরা যে স্যালারি বা ম্যাচ ফি পায়, অনেক কম। আমরা আশা করছি এ প্রক্রিয়া শুরু হলো, আস্তে আস্তে উন্নতি হবে। ’

news24bd.tv/SHS