বেগম খালেদা জিয়ার মুক্তি ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। এসময় পুলিশ তাদের বাঁধা দেয়।
বুধবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গেলে মূল ফটকে পুলিশ বাধা দেয়। সেখানেই তারা সমাবেশে মিলিত হয়।
পরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও ৭ দফা আদায়ের জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন নেতাকর্মীরা।
(নিউজ টোয়েন্টিফোর/বুরহান /তৌহিদ)