বরিশাল ও খুলনা সিটি নির্বাচন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: তথ্যমন্ত্রী  

সংগৃহীত ছবি

বরিশাল ও খুলনা সিটি নির্বাচন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: তথ্যমন্ত্রী  

অনলাইন ডেস্ক

বরিশাল ও খুলনায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেখানে মানুষ ভোট দিয়েছে। এতে প্রমাণিত হয়েছে যে, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না। এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত।

ভবিষ্যতেও বিএনপি ভোট বর্জন করলেও জনগণ তা প্রত্যাখ্যান করবে। ’

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।   

ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বরিশালে যে ঘটনা ঘটেছে তা নির্বাচন কমিশন ও প্রশাসন তদন্ত করছে। যে বা যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে।

তবে একজন মেয়র প্রার্থীর ওপর হামলা কাম্য নয়। ’

বরিশাল ও খুলনার নির্বাচনকে দেশের ইতিহাসে একটি মডেল নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু মির্জা ফখরুল গদবাধা কথা থেকে বের হতে পারছেন না। ’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ড. হাছান বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি সরকারের হাতে না। আদালতের হাতে। আদালত যদি মুক্তি দেয় তবে দিতে পারে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও বাকস্বাধীনতা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের ৭০০ জন সদস্যের মধ্যে মাত্র ৬ জনের বিবৃতি খুব একটা গুরুত্ব বহন করে না। ’
news24bd.tv/আইএএম