বিস্ফোরণে গলে গেল শাওমি এ১

বিস্ফোরণে গলে যাওয়া শাওমির স্মার্টফোন

বিস্ফোরণে গলে গেল শাওমি এ১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চার্জে থাকা অবস্থায় শাওমি এ১ ফোনে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছে। এ ব্যাপারে শাওমি এমআইইউআই ফোরামে অভিযোগ জানান ভুক্তভোগী ওই শাওমি ব্যবহারকারীর এক বন্ধু।

ভুক্তভোগী ওই শাওমি ব্যবহারকারীর বন্ধু জানান, ফোন চার্জে দিয়ে সে ঘুমাচ্ছিলো। রাতের বেলা হঠাৎ করেই সবকিছু কেঁপে উঠলে সে জেগে যায়।

কিন্তু বিস্ফোরণের বিষয়টি সে ধরতে পারেনি।  

সকাল বেলা উঠে সে দেখতে পায় বিস্ফোরণের ফলে ফোনটির পেছনের অংশ গলে গেছে। ফোনটিতে ব্যাক কভার থাকায় তার কোনো ক্ষতি হয়নি। এ ব্যাপারে শাওমির কাস্টমার কেয়ারে অভিযোগ জানানো হয়েছে।

আশা করা যাচ্ছে, শাওমি এর ক্ষতিপূরণ দেবে।

আরও পড়ুন ► শাওমির ফোনে ফের বিস্ফোরণ 

তিনি আরও জানান, ৮ মাস আগে কেনা ফোনটিতে কোনো ধরনের সমস্যা ছিল না। অতিরিক্ত গরম হয়ে যাওয়ার প্রবণতাও কখনো দেখা যায়নি।

নেক্সাড নামে একটি আইডি থেকে পোস্ট করা ওই লেখায় বাকি শাওমি ব্যবহারকারীদেরকে মাথার কাছে ফোন চার্জে দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়। অবশ্য কোন দেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানানো হয়নি।

তবে দেশটি যে চীন নয় সে ব্যাপারটি প্রায় নিশ্চিত। কারণ চীনে এ১ ফোনটি বিক্রিই করা হয়নি। এর আগে গেল জুলাইয়ে ভারতে শাওমির রেড মি নোট ৪ মডেলের হ্যান্ডসেটটি বিস্ফোরিত হয়।

গেল বছরের আগস্টেও দেশটির অন্ধ্র প্রদেশের এক তরুণের প্যান্টের পকেটে শাওমির একই মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়।  



সূত্র: গ্যাজেটস নাউ

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর