‘ওরা চাইছিল তাই কোটা বাতিল করে দিলাম’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা [ফাইল ছবি]

‘ওরা চাইছিল তাই কোটা বাতিল করে দিলাম’

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ওরা চাইছিল কোটা বাতিল হোক, বাতিল করে দিলাম। ’

আজ (৩ অক্টোবর, বুধবার) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ কথা বলেন। বৈঠকে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে বিদ্যমান পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়।

পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা থাকবে না। ’ 

এর আগে কোটা পর্যালোচনা কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান। সেখান থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সেটি মন্ত্রিসভায় উত্থাপন করে।

প্রস্তাবটি অনুমোদনের পর প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, ‘ওরা চাইছিল কোটা বাতিল হোক, বাতিল করে দিলাম। এ নিয়ে আর কোনো প্রশ্ন নেই। তবে যদি কখনো রাষ্ট্রের প্রয়োজনে কোটার দাবি সামনে আসে, তখন সেটা রাষ্ট্র বিবেচনা করবে। ’


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর