কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ছাত্রের মরদেহ

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ছাত্রের মরদেহ

অনলাইন ডেস্ক

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. তাহসিন ফুয়াদ (১৭) নামে ওই যুবক রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে ছিল।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ফুয়াদকে অচেত ন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান পথচারী রাসেল।

এ ব্যাপারে তার সঙ্গে কথা হলে তিনি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ফ্লোরে ওই যুবককে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুয়াদের বড় ভাই মো. তিয়াস বলেন, আমার ভাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সে আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য স্টেশনে গিয়েছিল।

খবর পেয়ে হাসপাতালে এসে তার মরদেহ শনাক্ত করি। ফুয়াদ হার্টের রোগী ছিল। স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে।

এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হবে।

news24bd.tvতৌহিদ