গ্রিসে শরণার্থীবাহী নৌকাডুবিতে নিহত অন্তত ৭৮

সংগৃহীত ছবি

গ্রিসে শরণার্থীবাহী নৌকাডুবিতে নিহত অন্তত ৭৮

অনলাইন ডেস্ক

গ্রিসের দক্ষিণ উপকূলে নৌকা ডুবে অন্তত ৭৮ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।  

গ্রীসের কোস্টগার্ড জানিয়েছে, বুধবার গ্রীসের   উপকূল থেকে ৪৭ নটিক্যাল মাইল ভেতরে শরণার্থীদের বহন করা মাছ ধরার নৌকাটি ডুবে যায়।

যায়গাটি ভূমধ্যসাগরের সবচেয়ে গভীর যায়গাগুলোর মধ্যে একটি।  

দুর্ঘটনার পরপরই বড় মাত্রার একটি উদ্ধার অভিযান চালায় কোস্টগার্ড। তীব্র বাতাসে উদ্ধারকাজ বাধাগ্রস্থ হলেও প্রায় ১০০ জনের মত শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে গ্রীসের কোস্টগার্ড। উদ্ধার কাজে অংশ নেয় কোস্টগার্ডের ছয়টি জাহাজ, নৌ, সেনা ও বিমানবাহিনী।

বেশ কয়েকটি ব্যক্তিগত জাহাজও উদ্ধারকাজে অংশ নিয়েছে।  

ধারণা করা হচ্ছে নৌকাটিতে ৭০০ থেকে ৭৫০ জন মানুষ ছিলেন। ছবিতে দেখা গেছে নৌকার উপরের ডেক মানুষে কানায় কানায় পূর্ণ। ধারণা করা হচ্ছে ডেকের ভেতরেও মানুষ ছিলেন। তবে ঠিক কতজন মানুষ নৌকাটিতে ছিল তা সঠিকভাবে জানা যায়নি।

news24bd/ARH

এই রকম আরও টপিক