বিএনপি তরুণদের সন্ত্রাসী শিক্ষা দিচ্ছে: তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

বিএনপি তরুণদের সন্ত্রাসী শিক্ষা দিচ্ছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

তরুণ দিয়ে বিএনপি ভাঙচুর করিয়ে সন্ত্রাসী শিক্ষা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।  

তথ্যমন্ত্রী বলেন, ‘বুধবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রামে বিএনপি তারুণ্যের সমাবেশ করেছে, তারুণ্যের সমাবেশ করে বিএনপি কী শিক্ষা দিচ্ছে তরুণদের? সমাবেশে যাওয়ার আগে এই তরুণরা জামালখান এলাকার সড়কের দুই পাশের দেয়ালে দেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য নিয়ে টাঙানো ছবি ভাঙচুর করেছে, যা খুবই দুঃখজনক। এসব ছবির মধ্যে অনেক গুণীজনের ছবিসহ বঙ্গবন্ধুর ছবিও আছে।

বিএনপি তাহলে তরুণদের সন্ত্রাসী শিক্ষা দিচ্ছে। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হবে শিগগিরই। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
’ 

তিনি বলেন, খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে বিএনপি তাকে রাজনৈতিক পণ্য বানিয়েছেন। খালেদা জিয়ার জন্য এটা খুবই অবমাননার। বিএনপিকে এটা থেকে বের হয়ে আসা উচিত। ’

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে ছয় কংগ্রেস ম্যানের চিঠিকে গুরুত্ব দিচ্ছে না সরকার।  এত কংগ্রেসম্যানের মধ্যে ছয়জন কী বললো, সেসব নিয়ে ভাবার কিছু নেই। এসব নিয়ে বাংলাদেশেই নিউজ হয়, অন্য দেশ এসবকে গুরুত্বও দেয় না। ’

news24bd.tv/আইএএম