জনগণের অভ্যুত্থান ঘটিয়ে সবকিছুর জবাব দেওয়া হবে: মির্জা ফখরুল 

সংগৃহীত ছবি

জনগণের অভ্যুত্থান ঘটিয়ে সবকিছুর জবাব দেওয়া হবে: মির্জা ফখরুল 

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে পুলিশ ও সচিব পর্যায়ে ব্যাপক রদবদল ও পদোন্নতি দিয়েছে সরকার।  নিজেদের মতো প্রশাসন সাজিয়েও সরকারের এবার শেষ রক্ষা হবে না। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে সবকিছুর জবাব দেওয়া হবে। ’ 

বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘সংবাদপত্রের কালোদিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। তিনি এখন জীবন-মরণ সন্ধিক্ষণে আছেন। তাঁর বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। ’ 

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ কখনোই ভিন্নমত সহ্য করতে পারে না।

কিন্তু জনগণকে দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে। লড়াই শুরু হয়ে গেছে। একদিনে লড়াই শেষ হয় না, কারণ প্রতিপক্ষ খুন-গুম করতে দ্বিধা করে না। সে জন্য এ সরকারকে সরাতে হবে। ’

তিনি বলেন, ‘এ সরকার ছদ্মবেশী বাকশাল ও গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন চালু করেছে।

news24bd.tv/আইএএম