কৌশলে দোকানের তালাকেটে চুরি করতো চক্রটি, গ্রেপ্তার ৮

সংগৃহীত ছবি

কৌশলে দোকানের তালাকেটে চুরি করতো চক্রটি, গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্ক

প্রথমে চাদর ও ছাতা দিয়ে তৈরি করে আড়াল। এরপর দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে লাইক করে দোকানের মূল্যবান জিনিস। এমনই এক চক্রের ৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।  

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মশিউর রহমান এসব কথা জানান।

 

গত ১৪ এপ্রিল জুম্মার নামাযের সময় ভাটারার নতুন বাজারে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। দিনেদুপুরে তালা কেটে ১৮৬ ভরি সোনা চুরি হয়। পরে, ঢাকা, নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুটের ২ ভরি স্বর্ণ ও সোনা বিক্রির ১২ লাখ টাকা জব্দ করা হয়।

ডাকাতির কাজে ব্যবহৃত তিনটা ছাতাসহ বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।  

পুলিশের এই কর্মকর্তা জানান, দীর্ঘদিন এই চক্র রেকি করে দোকানের মালিকের গতিবিধি ও সিসি ক্যামেরা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে তারপর লুট করে।

news24bd/ARH

এই রকম আরও টপিক