পাকিস্তানে জামায়াত-পিপলস পার্টির সমর্থকদের সংঘর্ষ

পাকিস্তানে জামায়াত-পিপলস পার্টির সমর্থকদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের করাচির মেয়র নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ব্যারিস্টার মুর্তজা ওয়াহাবকে জয়ী ঘোষণা করে  কয়েকটি নিউজ চ্যানেলে প্রচার করায় পাকিস্তানের আর্টস কাউন্সিলের বাইরে জামাত-ই-ইসলামির (জেআই) এবং পিপিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ডন নিউজের ফুটেজে দেখা গেছে, উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। কাউকে কাউকে পাথর ছুড়তে দেখা যায়। অন্য ফুটেজে শ্রমিকদের নিরাপত্তা কর্মীদের দিকে পাথর ছুঁড়তে দেখা গেছে।

যারা তাদের দাঙ্গা ঢাল দিয়ে প্রজেক্টাইলগুলোকে আটকাতে দেখা যায়।

বেসরকারর ফলাফল অনুসারে, মেয়র পদে ওয়াহাব ১৭৩ ভোট পেয়ে রেহমানকে পরাজিত করেন। আনুষ্ঠানিকভাবে ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।

সূত্র- জিও নিউজ, ডন।

news24bd.tv/তৌহিদ