সাকিব-তাইজুলের পর যে কীর্তি গড়লেন মিরাজ

সংগৃহীত ছবি

সাকিব-তাইজুলের পর যে কীর্তি গড়লেন মিরাজ

অনলাইন ডেস্ক

মিরপুর টেস্টে দারুণ একটি মাইলফলক স্পর্শ করলেন মেহেদী হাসান মিরাজ। আজ বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে তৃতীয় বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই অলরাউন্ডার। যে রেকর্ড আগে ছিল সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের।

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মাত্র ৯ ওভার হাত ঘোরানোর সুযোগ পান মিরাজ।

তাতেই ফেরান নাসির জামাল ও করিম জানাতকে। এর মধ্যেই জানাতকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ১৫০ উইকেট পূরণ করেন এই অফস্পিনার।

মিরাজের আগে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ১৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। নিজের ৪৩তম টেস্টে সাকিব এই মাইলফলক গড়েন।

তবে গত বছর মাত্র ৩৬ টেস্টেই ১৫০ উইকেট শিকার করে ইতিহাস গড়েন তাইজুল। মিরাজ অল্পের জন্য ভাঙতে পারেননি তাইজুলের রেকর্ড। ১৫০ উইকেট পেতে তার খেলতে হলো ৩৯ টেস্ট।

টেস্টে বাংলাদেশিদের মধ্যে ১০০ উইকেটের ক্লাবে আছেন আর মাত্র একজন। তিনি অবশ্য বর্তমানে খেলছেন না। সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক টেস্টে ১০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন।

news24bd.tv/SHS