এশিয়া কাপ: পাকিস্তান পেলো ৪ ম্যাচ, ফাইনালসহ ৯ ম্যাচ শ্রীলঙ্কায়

সংগৃহীত ছবি

হাইব্রিড মডেল অনুমোদন

এশিয়া কাপ: পাকিস্তান পেলো ৪ ম্যাচ, ফাইনালসহ ৯ ম্যাচ শ্রীলঙ্কায়

অনলাইন ডেস্ক

হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে আসন্ন এশিয়া কাপ। পাকিস্তানের পাশাপাশি এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া এ প্রস্তাব অনুমোদন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিসি।

আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপের আসর।  ১৩ ম্যাচের টুর্নামেন্টের চারটি আয়োজিত হবে পাকিস্তানে। ফাইনালসহ বাকি ম্যাচগুলো আয়োজন করবে শ্রীলঙ্কা।

পাকিস্তান এককভাবেই পেয়েছিল এশিয়া কাপ আয়োজনের ভার।

তবে রাজনৈতিক কারণে ভারত শুরু থেকেই জানিয়ে আসছিল, তারা পাকিস্তান সফর করবে না। ফলে বিপদে পড়ে যায় দেশটির ক্রিকেট বোর্ড। পরে নিরপেক্ষ ভেন্যু এবং হাইব্রিড মডেলের (ভারতের ম্যাচ হবে অন্য দেশে) প্রস্তাব দেওয়া হয়। অনেক টালবাহানা শেষে হাইব্রিড মডেলকেই বেছে নিয়েছে এসিসি।

এবারের এশিয়া কাপে অংশ নেবে ছয়টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে ওয়ানডে সংস্করণে হতে যাওয়া টুর্নামেন্টটি। দুই গ্রুপের শীর্ষে থাকা দুই দল খেলবে সুপার ফোর। এরপর শীর্ষে থাকা দুই লড়বে শিরোপার জন্য। ভারত-পাকিস্তান ছাড়াও এবারের আসরে দেখা যাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপালকে।

এশিয়া কাপের গত আসর টি২০ ফরম্যাটে হলেও এবার হবে ওয়ানডেতে। কারণ অক্টোবরেই অপেক্ষা করছে ওয়ানডে বিশ্বকাপ। তারই প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে এশিয়ার দলগুলো। দুই গ্রুপে ভাগ এশিয়া কাপে অংশ নেবে ছয়টি দল। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

news24bd.tv/SHS