চালকের আসনে থেকে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ

সংগৃহীত ছবি

চালকের আসনে থেকে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের খেলাও উইকেটে থেকে শেষ করলেন বাংলাদেশের ব্যাটাররা। মাঝে আফগানিস্তান মাত্র ৩৯ ওভার টিকতে পেরে করলো ১৪৬ রান। প্রথম ইনিংসে ৩৮২ রান করা বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষের আগে মাত্র ১ উইকেট হারিয়ে তুলে ফেলেছে আরও ১৩৪ রান। ফলে সফরকারীদের বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার ভিত পেয়ে গেছে স্বাগতিকরা।

আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩৭০ রান লিড নিয়ে। আগামীকাল শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুজনেই অপরাজিত আছেন সমান ৬৪ বলে ৫৪ রান করে।

প্রথম ইনিংসে আফগানিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দেওয়ার ফলো-অন করানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

তবে তা না করিয়ে ফের ব্যাটিংয়ে নামে টাইগাররা। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকার শক্তিতে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশ।

অতি আক্রমণাত্মক হতে গিয়ে একমাত্র উইকেটটি হারায় দল। আগের ইনিংসে ৭৪ রান করা মাহমুদুল হাসান জয় ফেরেন ১৩ বলে ১৭ রান করে। তাকে ফেরান আমির হামজা।

জয় ফিরলেও রান তোলার গতি কমায়নি বাংলাদেশ। জাকির-শান্ত মিলে কোণঠাসা করে ফেলেন আফগান বোলারদের। দুজনেই দিন শেষের আগে তুলে নিয়েছেন ফিফটি। দ্বিতীয় উইকেটে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন তারা। দেখার বিষয়, দুই অংককে আগামীকাল তারা তিন অংকে রূপ দিতে পারেন কি-না!

সন্দেহ উদ্রেকের কারণ, আজ সকালে বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিং। গতকাল হাতে ৫ উইকেট রেখে ৩৬২ রানে দিন শেষ করে টাইগাররা। দ্বিতীয় দিনের শুরুতে সেই ৫ উইকেট স্বাগতিকরা হারায় স্কোরবোর্ডে আর মাত্র ২০ রান যোগ করে। মিরাজ-মুশফিকদের ইনিংস বড় করতে না পারা, লোয়ার অর্ডারের ব্যর্থতা অবশ্য কাল হয়নি বোলারদের নৈপুণ্যে। এবাদত-শরীফুল-মিরাজ-তাইজুলের সামনে দাঁড়াতেই পারেননি আফগান ব্যাটাররা।

ফলে প্রথমবার আফগানদের বিপক্ষে জয়ের সুবাতাস নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ।

news24bd.tv/SHS