ঢাকা-১৭ আসনের মনোনয়ন ফরম জমা জাকের পার্টির রাশিদুলের

সংগৃহীত ছবি

ঢাকা-১৭ আসনের মনোনয়ন ফরম জমা জাকের পার্টির রাশিদুলের

অনলাইন ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর ঢাকা জেলা নির্বাচন কমিশন অফিসে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, নির্বাচনী আসন ঢাকা-১৭ এর জন্য জাকের পার্টির পক্ষ থেকে দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল স্থায়ী কমিটির সদস্য রাশিদুল হাসান রাশেদকে মনোনয়ন প্রদান করেন।

এই আসেন রাশেদুল হাসান ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েয়ছেন আওয়ামী লিগের মনোনীত প্রার্থী মোহাম্মাদ আলী আরাফাত, গণতান্ত্রিক পার্টির অশোক ধর, জাতীয় পার্টির রওশনপন্থি নেতা মামুনুর রশিদ, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী হিরো আলম, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থি মেজর (অব.) সিকদার আনিছুর রহমান।

তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

news24bd.tv/SHS