চীনে অস্ট্রেলিয়াকে হারালো আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

চীনে অস্ট্রেলিয়াকে হারালো আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রীতি ম্যাচ হলে কী হবে, চীনে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার লড়াই দেখে মনে হচ্ছিল কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টেই খেলছে তারা। দারুণ উপভোগ্য সেই ম্যাচে জয়টা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনারই। লিওনেল মেসি ও হেরমান পেৎসেলার গোলে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ম্যাচ উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

গ্যালারি পূর্ণ ছিল আকাশী-সাদা রঙয়ে। তবে সেই দর্শকেরা সিটে বসার আগেই গোল করে বসেন লিওনেল মেসি। ম্যাচের ১ মিনিট ১৯ সেকেন্ডেই অস্ট্রেলিয়ার জালে বল জড়ান মেসি,  যা তার ক্যারিয়ারের দ্রুততম গোলও বটে

কিক-অফ হওয়ার মিনিটখানেক পর অস্ট্রেলিয়ার অর্ধে তাদেরই এক ফুটবলারের কাছ থেকে দারুণভাবে বল কেড়ে নিয়ে তা মেসির উদ্দেশে বাড়ান এনজো ফার্নান্দেজ।

বল সামান্য নিয়ন্ত্রণে আসতেই জটলার সামনে মেসি নেন বাঁকানো এক শট। তা পোস্ট ঘেঁসে পৌঁছে যায় জালে। এগিয়ে যায় আর্জেন্টিনা।

দর্শকেরা নড়েচড়ে বসার আগেই মেসির করা গোলে যেন হুঁশ ফেরে অস্ট্রেলিয়ার। বলের নিয়ন্ত্রণ না পেলেও রক্ষণে মন দেয় তারা। আর্জেন্টিনার মাঝমাঠ ও আক্রমণভাগ তাই গোলের সেরকম আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে ৩৮তম মিনিটে মেসি পেয়েছিলেন ব্যবধান বাড়ানোর সুযোগ। কিন্তু মাঝমাঠ থেকে আনহেল ডি মারিয়ার বাড়ানো উড়ন্ত বল মেসি দারুণভাবে নিয়ন্ত্রণে নিলেও তার চিপ চলে যায় বারের ওপর দিয়ে।

আর্জেন্টিনা দ্বিতীয় গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে। ৬৫তম মিনিটে মেসির ফ্রি-কিক অস্ট্রেলিয়ার একজন ডিফেন্ডারে গায়ে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় আর্জেন্টিনা। শর্ট কর্নার থেকে মেসির কাছ থেকে বল পেয়ে রদ্রিগো ডি পল বল উঁচু করে বক্সের মধ্যে ফেললে দারুণ হেডে তা জালে জড়ান বদলি হিসেবে নামা ডিফেন্ডার পেৎসেলা। তার ওই গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

news24bd.tv/SHS