কুয়েতে উন্নয়ন মেলার প্রস্তুতি

উন্নয়ন মেলা-২০১৮

কুয়েতে উন্নয়ন মেলার প্রস্তুতি

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত থেকে

বাংলাদেশ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ উন্নয়ন মেলার-২০১৮ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।

পাঁচ অক্টোবর শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চতুর্থ উন্নয়ন মেলা-২০১৮ পালন করবে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। এই নিয়ে কলাকুশলী শিল্পীদের চলছে প্রস্তুতি। বর্ণিল সাজে সাজানো হয়েছে দূতাবাস।

বাংলাদেশ দূতাবাস কুয়েত প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় প্রবাসীদের আমন্ত্রণ জানাতে প্রেস ব্রিফিং করেছে দূতাবাস কর্তৃপক্ষ।

বুধবার রাতে দূতাবাসে কাউন্সিলের ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান কুয়েত প্রবাসী সাংবাদিকদের কাছে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে প্রবাসীদের আমন্ত্রণ জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম ও জসিম উদ্দিন।

কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও গতিশীল নেতৃত্বের ফলে অর্থনৈতিক ও সামাজিক প্রায় সকল সূচকে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে সম্মানসূচক অনেক পুরস্কার অর্জন করেছেন। যার কারণে সকল বাংলাদেশি আজ গর্বিত।

দেশের উন্নয়নসহ এসব সম্পর্কে প্রবাসীদের সার্বিকভাবে অবহিত করতে এই মেলার আয়োজন বলে জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর