স্থানীয়দের সঙ্গে শাবি শিক্ষার্থীদের সংঘর্ষ

স্থানীয়দের সঙ্গে শাবি শিক্ষার্থীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকেলে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় সিলেট-সুনামগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যানচলাচল স্বাভাবিক করে।

জানা গেছে, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে না দেওয়ায় সিকিউরিটি গার্ডের সঙ্গে বাগবিতণ্ডা হয় তাদের। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করায় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের ভেতরে যেতে বাধা দেয়। পরে শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে হাতাহাতি হয়।

এতে উভয় পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রুকন জানান, সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় সিলেট-সুনামগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়।

news24bd.tvতৌহিদ