‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কারণ নেই’ 

সংগৃহীত ছবি

দিল্লিতে হাইকমিশনার মুস্তাফিজুর রহমান

‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কারণ নেই’ 

অনলাইন ডেস্ক

আগামী বছর বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের যেকোনো ধরনের আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান। শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে মার্কিন ভিসা নীতির যোগসূত্র সম্পর্কে এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ‘আমাদের সরকার যুক্তরাষ্ট্রের ঘোষণা বিবেচনায় নিয়েছে। তবে আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী বলেছেন, কষ্টার্জিত গণতান্ত্রিক ধারা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। দেশের উন্নয়ন প্রক্রিয়া এবং স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন। ’

আসন্ন সাধারণ নির্বাচনে ভারতের সহায়তার বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার স্পষ্টভাবে বলেন, ‘বাংলাদেশসহ যেকোনো আত্মমর্যাদাপূর্ণ দেশ তার সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রাখতে  অভ্যন্তরীণ নীতি বা আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। দেশের জনগণের উন্নয়নে ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের প্রয়োজন রয়েছে।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে বিএনপির দাবির প্রশ্নে হাইকমিশনার বলেন, ‘এটা তাদের দীর্ঘ দিনের দাবি। এটা সত্য, কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইতোমধ্যেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে রায় দিয়েছে। বর্তমান সরকারকে সর্বোচ্চ আদালতের রায় মানতে হবে। ’

‘হাইকোর্ট বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের সাফল্যের একটি দীর্ঘ তালিকা প্রস্তুত করেছে। ’ বলেন তিনি।  

ব্রিকসে বাংলাদেশের যোগদানের প্রশ্নে তিনি বলেন, ‘ভবিষ্যতে উন্নয়নমূলক প্রকল্পের জন্য আরও সহায়তা, ঋণ চাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হবে। ’

news24bd.tv/আইএএম