এরশাদ শিকদার-বাংলা ভাইদের ফাঁসিতে ঝুলানো জল্লাদ মুক্তি পাচ্ছেন আজ  

সংগৃহীত ছবি

এরশাদ শিকদার-বাংলা ভাইদের ফাঁসিতে ঝুলানো জল্লাদ মুক্তি পাচ্ছেন আজ  

দেশের বিভিন্ন কারাগারে ২৬ জনকে ফাঁসিতে ঝুলানো জল্লাদ শাহজাহান ৪২ বছর সাজা ভোগের পর মুক্তি পাচ্ছেন। আজ রোববার (১৮ জুন) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য জানান।  

শাহজাহান ভুইয়ার মোট সাজা হয়েছিল ৪২ বছর।

তার মধ্যে তিনি ১০ বছর ৫ মাস ২৮ দিন রেয়াত পেয়েছেন। প্রায় ৩২ বছরের সাজা শেষে তিনি মুক্তি পাচ্ছেন।

কারাসূত্র জানায়, শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক, ৬ জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ বাংলাদেশের আলোচিত ২৬ জনকে জনের ফাঁসি দিয়েছেন।  

১৯৯১ সালে মানিকগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয়।

উল্লেখ্য, তার পারিবারিক আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য তার আবেদনের প্রেক্ষিতে তার জরিমানার ৫০০০+৫০০০=১০,০০০/- টাকা কারাগার কর্তৃপক্ষ পরিশোধ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক