কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র দেখানো সেই যুবক গ্রেপ্তার

কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র দেখানো সেই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি নির্বাচনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া সেই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ওই যুবকের নাম মো. আবুল কালাম আজাদ ওরফে তুহিন (৩৩)। তুহিন সিলেট নগরের জালালাবাদ থানাধীন লন্ডনী রোড এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (গণমাধ্যম কর্মকর্তা) আফসান-আল-আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১২টার দিকে মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার শাহবাজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অস্ত্র প্রদর্শনকারীকে শনাক্ত করে র‌্যাব। পরে তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তুহিন আগেও র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। তাকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে পুলিশ তাঁদের মহড়া দেওয়ার বিষয়ে নিশ্চিত হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক