জম্মু-কাশ্মীরে একদিনের ব্যবধানে পাঁচবার ভূমিকম্প

সংগৃহীত ছবি

জম্মু-কাশ্মীরে একদিনের ব্যবধানে পাঁচবার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মীরে শনিবার দুপুর ২টা থেকে রোববার ভোর সাড়ে তিনটা পর্যন্ত মোট পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূকম্পনের উৎপত্তিস্থলগুলো ছিলো আলাদা আলাদা স্থানে।

রোববার (১৮ জুন) ভারতের ভূকম্পতত্ত্ব সর্বেক্ষণ (এনসিএস)-এর বরাতে  ডিএনএইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পগুলোর তীব্রতা কম থাকায় কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ২টা ৩ মিনিটে প্রথমবার কেঁপে ওঠে উপত্যকার মাটি।

রিখটার স্কেলে ৩ মাত্রার ভূমিকম্প ছিল সেটি। প্রাথমিকভাবে মনে করা হয় ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ধারে অবস্থিত পর্বতসঙ্কুল রামবান জেলা।

দ্বিতীয় ভূমিকম্পটির উৎসস্থল ছিল লাদাখের লেহ্ থেকে ২৭১ কিমি উত্তর-পূর্বে অবস্থিত একটি জায়গায়। এই ভূমিকম্পের জেরেই স্থানীয় সময় রাত ৯.৪৪ মিনিট নাগাদ কেঁপে ওঠে লাদাখ এবং সংলগ্ন এলাকা।

রিখটার স্কেলে তীব্রতার মান ছিল ৪.৫।  

এর পরপরই মাত্র ১৫ মিনিটের ব্যবধানে আরও একটি ৪.৪ মাত্রার ভূমিকম্প হয় কাশ্মীরে। এনসিএস জানায়, এই ভূমিকম্পের উৎসস্থল জম্মু ও কাশ্মীরের ডোডা অঞ্চল।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক