দেশের শীর্ষ মাদক কারবারিদের ঠিকানাসহ তালিকা চান হাইকোর্ট

সংগৃহীত ছবি

দেশের শীর্ষ মাদক কারবারিদের ঠিকানাসহ তালিকা চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের নাম-ঠিকানাসহ তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাদকদ্রব্য অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালককে এক মাসের মধ্যে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে।

একইসঙ্গে মাদক ব্যবসার মাধ্যমে বছরে ৫ হাজার কোটি টাকা পাচার হওয়ার ঘটনায় দুদকসহ সংশ্লিষ্টদের দুইমাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।

একইসাথে মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেয়া হবে না, কেন অর্থপাচারের ঘটনায় তদন্ত করা হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছে হাইকোর্ট।

সম্প্রতি বাংলাদেশ থেকে মাদক কারবারের মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকার বেশি পাচারের এক প্রতিবেদন প্রকাশ করেছে আঙ্কটাড। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাদকের মাধ্যমে অর্থপাচারে বাংলাদেশ বিশ্বে পঞ্চম, আর এশিয়ায় প্রথম। গণমাধ্যমে ওই সংবাদ প্রকাশের পর তা সংযুক্ত করে রিট করেন আইনজীবী সুবীর দাস নন্দী।

news24bd.tv/FA