রুশ বাহিনীর ‘গুরুত্বপূর্ণ’ অস্ত্র ভাণ্ডার উড়িয়ে দিল ইউক্রেন

সংগৃহীত ছবি

রুশ বাহিনীর ‘গুরুত্বপূর্ণ’ অস্ত্র ভাণ্ডার উড়িয়ে দিল ইউক্রেন

অনলাইন ডেস্ক

রাশিয়ার সেনাবাহিনীর একটি বড় অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তাদের হামলায় অস্ত্র ভাণ্ডারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দেশটি।

ওডেসা সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক জানিয়েছেন, তাদের সেনারা রোববার (১৮ জুন) রুশ অধিকৃত খেরসনের বন্দর শহর হেইনচেস্কে হামলা চালান। এতে তারা সফলভাবে ‘খুবই গুরুত্বপূর্ণ’ একটি অস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দেন।

তিনি বলেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী সকালে, হেইনচেস্কের রায়কোভে, খুব ভালো একটি হামলা চালিয়েছে—  এটি খুবই জোরে ছিল। সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র ভাণ্ডার ছিল। এটি ধ্বংস হয়েছে। ’

অবশ্য তাৎক্ষণিকভাবে ইউক্রেনীয় বাহিনীর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এছাড়া রুশ বাহিনীও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, দূর দিগন্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। এছাড়া বিস্ফোরণের শব্দ এবং আগুনে পোড়া বিভিন্ন বস্তু এদিক-সেদিক ছিটকে যাচ্ছে।

যেখানে হামলার ঘটনা ঘটেছে সেটি আজভ সাগরের একটি বন্দর নগরী। গত বছর ইউক্রেনে হামলার করার পরপরই এ শহরটি দখল করে নেয় রুশ বাহিনী। এরপর থেকে শহরটি তাদেরই নিয়ন্ত্রণ রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

News24bd.tv/aa