হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই: হিরো আলম  

ফাইল ছবি

হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই: হিরো আলম  

অনলাইন ডেস্ক

আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছে  নির্বাচন কমিশন। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান। এদিকে মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন বলে জানান আলম।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান, 'আপিল করতে হবে।

আগে নির্বাচন কমিশনে, তারপরে হাইকোর্টে আপিল করব। ' 

নির্বাচন কমিশনে কবে আপিল করবেন এমন প্রশ্নে তিনি বলেন, 'আগামী কাল আপিল করব। '  

হিরো আলম আরও বলেন, 'নির্বাচন কমিশন থেকে কিছু পাওয়া যাবে না। ওখান থেকেও বাতিল করে দেবে।

সেটা আমার জানা হয়ে গেছে। হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই। '  

মনোনয়নপত্র বাতিল কেন হলো এমন প্রশ্নে তিনি বলেন, 'আজ আমার ভোটারদের স্বাক্ষর দেখল না। ৩ জন ভোটার উপস্থিত ছিল তাদের দেখেনি... আমি বলব, নির্বাচন কমিশনার ইচ্ছা করে এটা করেছে। তার কারণ, আমার ভোটাররা সেখানে উপস্থিত, ভোটারদের কেন দেখল না; প্রশ্ন আমার একটাই। '

আরও পড়ুন: হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল

তিনি আরও বলেন, 'ওরা বলছে স্বাক্ষর খুঁজে পায়নি। আমি বলেছি, তারা (ভোটাররা) আমার সামনে। তখন বলেছে, স্বাক্ষরে মিল নেই। আমি বললাম, তারা আমার সামনে, দেখেন।

news24bd.tv/TR