পশুর হাটে বসানো হবে ওয়াচ টাওয়ার, থাকবে সিসি ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী 

সংগৃহীত ছবি

পশুর হাটে বসানো হবে ওয়াচ টাওয়ার, থাকবে সিসি ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী 

অনলাইন ডেস্ক

সারাদেশে এবার কোরবানির পশুর ৪৯৯টি হাট বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও কোরবানির পশুর হাটে ওয়াচ টাওয়ার বসানো হবে এবং সিসি ক্যামেরা থাকবে। ’ 

রোববার (১৮ জুন) ঈদুল আজহার ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পশুবাহী নৌযান ও ট্রাকের সামনে হাটের নাম লেখা থাকবে।

কেউ যদি এসব যানবাহনকে থামানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের ছুটির সময় সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর অতিরিক্ত সদস্য কাজ করবে বলে জানান আসাদুজ্জামান খান।  

তিনি বলেন, মহাসড়কের পাশে পশুরহাট বসানো হলে তা যাতে চলাচলে বিঘ্ন না ঘটায় সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।  

মন্ত্রী বলেন, নৌযানে চলাচলের সময় অতিরিক্ত যাত্রী না নেওয়ার জন্য লঞ্চ মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

 নৌ পুলিশ টহলে থাকবে।

তিনি বলেন, গার্মেন্ট শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন এবং বোনাস দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মালিকদের। ছুটি দিতে হবে পর্যায়ক্রমে।  

ঈদের জামায়াতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকার চারপাশের ২৪টি জায়গাকে যানজটের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে সেখানে সিসি ক্যামেরা বসানো হবে।

তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে মিয়ানমার ও ভারত থেকে পশু আসতে না পারে সে জন্য বর্ডারকে আরও শক্তিশালী করা হয়েছে।  তবে এখনই মিয়ানমার থেকে পশু আসা শুরু হয়েছে।  সে ব্যাপারে নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশ এখন পশুতে স্বয়ংসম্পূর্ণ।  

মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ২৭ জুন নির্বাহী আদেশে ছুটির সুপারিশ এখন মন্ত্রিপরিষদে আছে। আগামীকাল কেবিনেটে এই সিদ্ধান্ত হতে পারে।

news24bd.tv/আইএএম