দুই দিনে কত আয় করলো ‘আদিপুরুষ’?

সংগৃহীত ছবি

দুই দিনে কত আয় করলো ‘আদিপুরুষ’?

অনলাইন ডেস্ক

মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয় করে রীতিমত রেকর্ড গড়লো ওম রাউত পরিচালিত বিতর্কিত সিনেমা ‘আদিপুরুষ’।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় যেখানে ১২৪ কোটি রুপি (ট্রেড ফিগার) ছিল, সেখানে দ্বিতীয় দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৭ কোটি রুপি। এছাড়া প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও হিন্দির পাশাপাশি ছবিটির তেলেগু ভার্সন থেকেও ভালো উপার্জন হয়েছে বলে জানা গেছে।

একই সঙ্গে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা ভারতীয় ৫ ছবির তালিকায় স্থান করে নিয়েছে আদিপুরুষ।

প্রথম স্থানটি সযত্নে রেখেছে ‘আরআরআর’। ছবিটি মুক্তির দিনে বিশ্বব্যাপী আয় করে ২২২ কোটি রুপি। এছাড়া তালিকার দুই নম্বরে আছে ‘বাহুবলী ২’, এর আয় ২১৪ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনে ১৬৪ কোটি রুপি আয় করে তৃতীয় স্থানে আছে ‘কেজিএফ ২’, ১২৫ কোটি রুপি আয় করে চতুর্থ স্থানে আছে ‘সাহো’ এবং ৫ম স্থানে আছে ‘আদিপুরুষ’।

ঠিক এর পরের স্থানটিই শাহরুখ অভিনীত ‘পাঠান’ এর!

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

News24bd.tv/aa