হাথুরুসিংহের চোখে এই টেস্ট ‘বিশেষ কিছু’

সংগৃহীত ছবি

হাথুরুসিংহের চোখে এই টেস্ট ‘বিশেষ কিছু’

অনলাইন ডেস্ক

রেকর্ড ৫৪৬ রানে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পর বাংলাদেশ দলে এখন সুবাতাস বইছে। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে এটা রানের ব্যবধানে তৃতীয় বৃহত্তম জয়। গতকাল চার দিনেই শেষ হয়ে গেছে ঢাকা টেস্ট। রোববার (১৮ জুন) ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হলেও প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে মিরপুর শেরেবাংলায় এসেছিলেন।

উদ্দেশ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পাওয়া ক্রিকেটারদের অনুশীলন। এরপর সাংবাদিকদের জানালেন নিজের অনুভূতি।

বাংলাদেশের টেস্ট সংস্কৃতি নিয়ে বড় প্রশ্ন তো আছেই। তবে ঢাকা টেস্টে ক্রিকেটারদের মানসিকতা ছিল ইতিবাচক।

তাই হাথুরুসিংহের কাছে এটা জয়ের চেয়েও বেশি কিছু, ‘আমি জানি না, আপনারা দেখেছেন কি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছি, এটা শুধু একটা টেস্ট জয় নয়, তার চেয়েও বিশেষ কিছু। আমি বোঝাতে চেয়েছি, আমরা যেভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি, সেটা এর আগে কখনো হয়নি। আমরা ফাস্ট ও সবুজ উইকেট তৈরি করেছি। এ ধরনের উইকেটে খেলে জেতা বিরাট ব্যাপার। ’

সামনে এবার ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। যে দলে আছেন রশিদ খান, মুজিব উর রেহমান, মোহাম্মদ নবী, ফজলহক ফারুকিরা। তার পরও হাতুরার বিশ্বাস―এই সিরিজে বাংলাদেশই এগিয়ে থাকবে, ‘বোলিংয়ের দিক থেকে তারা সেরা দলগুলোর একটি। তাদের বোলিংটা একটা বড় হুমকি। পরিকল্পনা সাজানোর সময় আমরা এটি অবশ্যই মাথায় রাখব। তবে আমার মনে হয়, আমাদের ব্যাটাররা কিছুটা এগিয়ে থাকবে। ’

news24bd.tv/আইএএম