রেজা কিবরিয়াকে নিয়ে অস্বস্তি গণ-অধিকার পরিষদে 

সংগৃহীত ছবি

রেজা কিবরিয়াকে নিয়ে অস্বস্তি গণ-অধিকার পরিষদে 

অনলাইন ডেস্ক

দলীয় সিদ্ধান্তের বাইরে বিভিন্ন আলোচিত-সমালোচিত সংগঠন ও দলের বৈঠকে অংশগ্রহণ করাসহ বিভিন্ন কারণে রেজা কিবরিয়াকে নিয়ে অস্বস্তি দেখা দিয়েছে গণ-অধিকার পরিষদে।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দলের বৈঠকে আহ্বায়ক রেজা কিবরিয়াকে নিয়ে আলোচনা করবেন নেতারা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করবেন। জাতীয় ইনসাফ কায়েম কমিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন রেজা কিবরিয়া। যা দলটির অনেক নেতাকর্মীর পছন্দ নয়।

এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইনসাফ কায়েম কমিটির কোন কার্যক্রমের সাথে গণ-অধিকার পরিষদ দলগতভাবে যুক্ত নয়। দলের ২/১ জনের সংশ্লিষ্টতার বিষয়টি তাদের নজরে এসেছে। দলের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আলোচনার করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ইনসাফ কায়েম কমিটির সাথে যুক্ত থাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়।

সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে আছে। সেখানে বিএনপির বহিষ্কৃত একজন নেতার নেতৃত্বাধীন সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে রেজা কিবরিয়ার অংশগ্রহণ করা নিয়ে বিব্রত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ জানান, ড. রেজা কিবরিয়া একক সিদ্ধান্তে জাতীয় ইনসাফ কায়েম কমিটির কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এখানে দল কোনোভাবে সম্পৃক্ত নয়। বিষয়টি নিয়ে সোমবার তাদের দলীয় বেঠকে আলোচনা হবে।

এ ব্যাপারে ড. রেজা কিবরিয়া বলেন, দলে এটা নিয়ে মাত্র দুই-একজন নেতার সমস্যা আছে। তবে আমার কোনো সমস্যা নাই।

news24bd.tv/আইএএম