বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ধন্যবাদ জানালেন শেখ সেলিম

সংগৃহীত ছবি

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ধন্যবাদ জানালেন শেখ সেলিম

অনলাইন ডেস্ক

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া অন্য কোনো দেশের হস্তক্ষেপে প্রভাবিত হবে না এমন কথা বলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, ‘কিছু রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে একটি দল লাফালাফি শুরু করেছে। দেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। দেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না।

’ 

রোববার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শেখ সেলিম।  

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়ে শেখ সেলিম বলেন, ‘জয়শঙ্কর বলেছেন কারও হস্তক্ষেপে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত হবে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, তাঁরা এখানে মধ্যস্থতা করতে আসেননি। তাঁরা চান নির্বাচন সুষ্ঠু হোক।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে তা ঠিক করবে এ দেশের জনগণ। ’ 

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ায় বিএনপি লাফালাফি করছে মন্তব্য করে শেখ সেলিম দাবি করেন, যুক্তরাষ্ট্র অনেক আগে তারেক রহমানকে স্যাংশন দিয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ পালিয়ে যায় না। এটা বিএনপির স্বভাব। বিএনপির অনেক নেতা বিদেশে পালিয়েছেন। তারেক রহমান বিদেশে পালিয়ে আছেন। ’ 

বিএনপি–জামায়াত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে মন্তব্য করে শেখ সেলিম বলেন, ‘কোনো সিচুয়েশন এলে খালেদা জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে যান। আর বিএনপি বলে, তাঁকে বিদেশ নিয়ে যেতে হবে। সাজাপ্রাপ্ত আসামি বিদেশ যেতে পারেন না। ’ 

ধানের শিষ প্রতীকে নির্বাচন করে বিজয়ী হওয়া গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, ‘বিএনপি ব্যাসিকেলি নো পার্টি। তারা একটি ক্লাবে রূপান্তরিত হয়েছে। তাদের কোনো আদর্শ নেই। সরকার যেটাই বলে তারা সেটার সমালোচনা করে। ’

news24bd.tv/আইএএম