সৌদি আরব পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ হজযাত্রী, মৃত্যু বেড়ে ২২

সংগৃহীত ছবি

সৌদি আরব পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ হজযাত্রী, মৃত্যু বেড়ে ২২

অনলাইন ডেস্ক

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ জন।  এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন ৮৭ হাজার ১২১ জন। আর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ ও তিন জন নারী।

রবিবার মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়।

শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

আগামী ২৮ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির সুপ্রিম কোর্ট রবিবার (১৮ জুন) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

এবারের হজে অংশ নিতে শনিবার (১৭ জুন) পর্যন্ত ১০ লাখেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আল-বিজাভির বরাতে গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

news24bd/ARH

এই রকম আরও টপিক