ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত, আহত ৩৭

সংগৃহীত ছবি

ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত, আহত ৩৭

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় গুলিবিদ্ধ হয়ে কিশোরসহ তিন ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া আহত হন আরও অন্তত ৩৭ জন। আজ সোমবার সকালে এ অভিযান চালানো হয়।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার ভোরে অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি সৈন্যরা শিবিরে বিষাক্ত গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়ে।

এরই মধ্যে নিহতদের শনাক্ত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহতরা হলেন—খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) এবং আহমেদ সকর (১৫)।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের জন্য এ অভিযান চালানো হয়। অভিযানে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। পশ্চিম জেরুজালেম থেকে আলজাজিরার ইমরান খান বলেছেন, সন্দেহভাজনদের মধ্যে একজন ছিলেন কারাবন্দি হামাস নেতার ছেলে।