রাসিক নির্বাচনে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু

রাসিক নির্বাচনে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের সরঞ্জাম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।

রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন বলেন, সকাল থেকে নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ থেকে ১৫৫টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়।

তিনি বলেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন।

নির্বাচন ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪৮ টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আগামীকাল ২১ জুন এ সিটি করপোরেশনে ইভিএমে ভোট হবে। সব কেন্দ্রের ভোট পরিস্থিতি এবারও সিসি ক্যামেরায় দেখবে কমিশন।

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ কয়েকটি দল ভোটে অংশ নিলেও নেই বিএনপি।

news24bd.tv/FA