উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তার অর্থ বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 

সংগৃহীত ছবি

উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তার অর্থ বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 

অনলাইন ডেস্ক

উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তার অর্থের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২০ জুন) একনেক সভায় এ নির্দেশনা দেন তিনি। সেইসঙ্গে সেচ পাম্পে ডিজেলের পরিবর্তে সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
 
একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এ সময় চলতি মাসে মূল্যস্ফীতি কমে আসবে বলেও আশা প্রকাশ করছেন মন্ত্রী।  

দেশের কৃষি কাজে ১৪ লাখের বেশি সেচপাম্প ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে ১১ লাখ চলে ডিজেলের মাধ্যমে। প্রতিবছর ১৫ লাখ টন ডিজেল প্রয়োজন হয়; যা দেশের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ।

জ্বালানি খাতে ব্যয় কমিয়ে আনতে এবার সেচ পাম্পে সৌর বিদ্যুৎ ব্যবহার করতে চায় সরকার। অর্থ-বছরের শেষ একনেক বৈঠকে এমন নির্দেশনাই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।  

মন্ত্রী জানান, বর্তমানে পাইপলাইনে রয়েছে ৫০ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা। তাই উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তার অর্থ ব্যবহার বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে রিজার্ভ স্থিতিশীল রয়েছে, সরকার তা বাড়ানোর চেষ্টা করছে। চলতি মাসে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করেন মন্ত্রী।

এ দিন ২৪ হাজার ৩৬২ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়।  

news24bd.tv/আইএএম