বাগেরহাটে রথযাত্রা উৎসব শুরু

সংগৃহীত ছবি

বাগেরহাটে রথযাত্রা উৎসব শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদরের লাউপালায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে লাউপালা শ্রীশ্রী গোপাল জিউর মন্দির থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দড়ি দিয়ে টেনে জগন্নাথদেবের বিশাল রথটি বাইরে রেব করে আনেন শতশত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।

লাউপালায় শত বছরের এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার কে এম আরিফুল হক। এসময়ে রথযাত্রা উৎসব কমিটির সভাপতি অমিত রায়সহ হিন্দু কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

রথযাত্রা উৎসব উপলক্ষে লাউপারায় ১৫ দিনব্যাপী শুরু হয়েছে গ্রামীণ মেলা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা উৎসব শুরু হয়ে থাকে। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ ধর্মীয় উৎসব।

একই দিনে বাগেরহাটের রামপালের ঝলমলিয়া দীঘির পাড়ে সার্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন এই রথযাত্রার উদ্বোধন করেন।

রথযাত্রা উৎসব উপলক্ষে ঝলমলিয়া দীঘির পাড়ে বসেছে গ্রামীণ মেলা। এখানেও আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই সনাতন ধর্মীয় উৎসব।

news24bd.tv/SHS