ফেসবুকে দাম ঘোষণার পর বাগান থেকে উধাও আম!

সংগৃহীত ছবি

ফেসবুকে দাম ঘোষণার পর বাগান থেকে উধাও আম!

অনলাইন ডেস্ক

আড়াই লাখ টাকার আম ফলিয়ে এক কৃষক তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এরপরই ঘটল বিপত্তি। এত দামের আম কী আর বাগানে থাকে। আমের ছবি শেয়ার করার একদিন পরই বাগান থেকে উধাও হল সেই দামি আম।

 

ভারতের ওড়িশার নুয়াপাড়া জেলায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই পুলিশের কাছে আম চুরির অভিযোগ দায়ের করেছেন তিনি।

কৃষকের নাম লক্ষ্মীনারায়ণ। আম চাষ তার শখ এবং জীবিকাও।

সম্প্রতি নিজের বাগানে ৩৮ রকমের নানা বিরল প্রজাতির আম ফলিয়েছেন লক্ষ্মীনারায়ণ। সেই সব বিরল এবং বহুমূল্য আমের প্রজাতির দামের কথা জানতে পেরে তিনি এতটাই উত্তেজিত এবং আবেগপ্রবণ হয়ে পড়েন, যে ফলাও করে সেই খবর ফেসবুকে শেয়ার করেন। সঙ্গে দেন আড়াই লাখ টাকা কেজি দরের তার ফলানো আমের ছবিও। তার পরেই ঘটে এই ঘটনা।

ফেসবুকে ওই আমের ছবি পোস্ট হওয়ার এক দিন পরেই লক্ষ্মীনারায়ণ দেখেন, তার আমের বাগান থেকে উধাও হয়েছে মহার্ঘ চারটি আম। যে আমের দাম কেজিপ্রতি আড়াই লাখ টাকা বলে তিনি জানিয়েছিলেন। এমনকি, সেই আম গাছের ছবিও দিয়েছিলেন।

এই ঘটনায় লক্ষ্মীনারায়ণের পাশাপাশি আশপাশের কৃষকেরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের প্রশ্ন, ক্ষেত থেকে যদি ফসল চুরি হয়ে যায়, তবে কৃষকেরা কোথায় যাবেন, তাদের অর্থনৈতিক ক্ষতি বহনই বা করবে কে?

সূত্র: আনন্দবাজার 

News24bd.tv/aa