বাংলাদেশে সম্মানজনক গণতন্ত্র আছে: পরিকল্পনামন্ত্রী

সংগৃহীত ছবি

বাংলাদেশে সম্মানজনক গণতন্ত্র আছে: পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, বাংলাদেশে সম্মানজনক গণতন্ত্র আছে। সরকার গণতন্ত্রকে গুরুত্ব দেয়। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে ‘ডিপ ডাইভ ইন বাংলাদেশ মাইক্রো-ইনস্যুরেন্স মার্কেট - লার্নিং অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দারিদ্র বিমোচনে উন্নয়নের পথে এগিয়েছি আমরা।

সমস্ত বাংলাদেশ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। মাঝে কিছু সমস্যা ছিলো। একদিকে টানলে অন্যদিকে থাকেনা । তবে ৩০-৪০ বছর আগে যে হাহাকার ক্ষুধা ছিলো,  এখন আর তা নেই।
 

মন্ত্রী আরও বলেন, কৃষক পর্যায় থেকেই মাথা পিছু আয় বেড়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ নারী কৃষক। অনেকে আবার কৃষকদের জন্য অফিস খুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

news24bd/ARH