ঈদের আগে চিনির দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

ঈদের আগে চিনির দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ঈদের আগে চিনির দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের দাবি থাকার পরও সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে ঈদের আগে চিনির দাম বাড়ানো হবে না। ঈদের পরে সিদ্ধান্ত জানাবে বাণিজ্য মন্ত্রণালয়। ’

বৃহস্পতিবার (২২ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন    বাণিজ্যমন্ত্রী।

 
 
টিপু মুনশি বলেন, ‘ঈদের পর চিনির দাম বৃদ্ধি নিয়ে বৈঠক হবে। এর আগে যারা দাম বাড়িয়ে বিক্রি করছে তা খতিয়ে দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবস্থা নেবে। ’ 

তিনি বলেন, ‘চিনি আমদানিতে ভ্যাট-ট্যাক্স বেশি। এ বিষয়ে এনবিআরের সঙ্গে আলোচনা করা হবে।

চিনির দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। তেলের দাম কমেছে। ’ 

মন্ত্রী এ সময় জানান, দেশে বর্তমানে আয়ুর্বেদিকের ব্যবহার মাত্র ৭ শতাংশ। যখন এর ব্যবহার ২০ শতাংশে উন্নিত হবে, তখন রপ্তানির উদ্যোগ নেওয়া যাবে। এখনই রপ্তানি নয়।

news24bd.tv/আইএএম