পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করলে কোনো ছাড় নয়: ডিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করলে কোনো ছাড় নয়: ডিএমপি কমিশনার

মাসুদা লাবনী

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে ঈদুল আজহায় নগরবাসী ও পশুর হাটের নিরাপত্তাবিষয়ক আইনশৃঙ্খলা বাহিনীর উন্মুক্ত আলোচনায় এ কথা বলেন তিনি।  মহাসড়কে কোনো পশুর হাট বসানো যাবে না বলেও জানান ডিএমপি কমিশনার।  

ঈদের বাকি আর কিছুদিন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীবাসী ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির হেডকোয়ার্টারে উন্মুক্ত আলোচনা করেন কমিশনারসহ দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ঈদে ফাঁকা ঢাকার প্রতিটি বাড়ির নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। তবে, মূল্যবান জিনিসপত্র বাসায় না রেখে যেতে নগরবাসীকে পরামর্শ দেন তিনি।  

ডিএমপি কমিশনার বলেন, সড়কে পুশুর হাট বসতে পারবে না।

খামারিদের পশু ইজারাদাররা টানাটানি করলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে৷ ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে বলা হয়েছে কারখানা মালিকদের।  

তিনি জানান, পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বরদাস্ত করবে না পুলিশ।  
news24bd.tv/আইএএম