সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল: মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিশ্চিত হয়ে গেছে, তারা ক্ষমতায় থাকতে পাচ্ছে না? ক্ষমতায় আসতে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছেন। বিএনপি চাইনি। বাংলাদেশের এক ইঞ্চি মাটি বিএনপি কাউকে দিতে চায় না। সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সাংঘর্ষিক।

এটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক কৌশল। এসব বলে তিনি সুবিধা পেতে চান।

বুধবার (২২ জুন) রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ভোটের মাঠ পুরোপুরিভাবে শূন্য করার জন্য সরকার আবারও চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘জনগণকে একদিকে তারা মিথ্যা বলছে, অন্যদিকে বিরোধী পক্ষকে মিথ্যা মামলায় নাজেহাল করছে। দক্ষিণের অনেক নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। ’ 

ফখরুল বলেন, ‘সরকার আবারও জোর করে ক্ষমতায় থাকতে জামিনের পরও বিএনপি নেতাদের কারাগারে আটকে রাখছে। ’

তিনি অভিযোগ করেন, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে, বিএনপি ভোটে না গেলেও তারা যেন ভোট করে।  

বিএনপি মহাসচিব বলেন, ‌জনগণ তাদের গ্রহণ করবে না বলেই তারা এখন মধ্যযুগীয় বর্বর নির্যাতন চালাচ্ছে। তারা আবারও জোর করে ক্ষমতায় থাকতে চায়। মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এবার সেটা মানুষ করতে দেবে না।

ফখরুল বলেন, সরকার বিদেশীদের নিয়ে যেসব মন্তব্য করছে, তা ভূ-রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে তা হবে রাষ্ট্রদ্রোহিতার শামিল।  

news24bd.tv/আইএএম