মুন্সীগঞ্জে শ্যামল ব্যাপারী হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ 

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জে শ্যামল ব্যাপারী হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ 

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের সদর এলাকায় প্রবাসফেরত শ্যামল ব্যাপারীকে রাতে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে ও গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহাদাত ব্যাপারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ জুন) কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনিটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান৷ 

তিনি জানান, শাহাদাত ব্যাপারীর আন্ডারে ১৫ থেকে ২০ জনের সন্ত্রাসী গ্রুপ ক্রিয়াশীল।

র‌্যাব জানায়, গত ফেব্রুয়ারিতে দোকানে ঢুকে শ্যামল ব্যাপারীর তিন ভাইকে কোপায় কিশোর গ্যাং মহিউদ্দিন গ্রুপের সদস্যরা। যে সন্ত্রসী গ্রুপ চালায় বাবা শাহাদাত ও ছেলে মহিউদ্দিন মিলে।

তিন ভাইকে কোপানোর ঘটনায় মামলা করায় গত ১৪ জুন শ্যামল ব্যাপারীর বাড়িতে গিয়ে তাকে পিটিয়ে আহত ও গুলি করে হত্যা করে মহিউদ্দিন গ্রুপ।

শাহাদাত ব্যাপারী তার ছেলে মহিউদ্দিনসহ এই হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যা ব। জব্দ করা হয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র।

র‌্যাব জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শ্যামলের নিকট-আত্মীয়দের সাথে দ্বন্দ্ব ও শ্যামলকে শিক্ষা দিতে তাকে হত্যা করে সন্ত্রাসী গ্রুপটি।

এই গ্রুপ সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত বলেও জানায় র‌্যাব।  
news24bd.tv/আইএএম

সম্পর্কিত খবর