শাকিবের বৃদ্ধ লুকের জন্য কত খরচ হয়েছে?

সংগৃহীত ছবি

শাকিবের বৃদ্ধ লুকের জন্য কত খরচ হয়েছে?

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিয়তমা’। প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমার তৃতীয় লুক পোস্টার। তৃতীয় লুক পোস্টারে রীতিমত ভক্তদের চমকে দিলেন শাকিব। এই প্রথম বৃদ্ধ বয়সের লুকে দেখা গেল তাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্রিয়তমা’র তৃতীয় লুক দেখে শাকিব ভক্তদের পাশাপাশি মুগ্ধ সিনেমাপ্রীমিরাও।

চামড়ায় ভাঁজ পড়েছে। গালে, কপালে ফুটে উঠেছে বলিরেখা। ঘাড় অবধি লম্বা কাঁচাপাকা চুল।

মুখভর্তি দাড়ি। প্রথমে নায়ককে দেখে যেন চেনাই যাচ্ছে না। আগে এভাবে কখনও প্রকাশ্যে আসেননি অভিনেতা। এই প্রথম ‘প্রিয়তমা’ ছবির জন্য শাকিবকে দেখা গেল এমন চেহারায়। ফলে তার অনুরাগীদের কাছে তার এই লুক যেন এক বড় চমক।

অনুরাগীদের মনে প্রশ্ন জাগতেই পারে, শাকিব খানের এই লুকের জন্য কত খরচ হয়েছে। আর কত সময় লেগেছে এমন লুক পেতে। শুধু খরচ নয়, ছবির পরিচালক হিমেল আশরাফ প্রথমে দোটানায় ছিলেন। এ ধরনের লুকে শাকিব প্রকাশ্যে আসতে রাজি হবেন কি না, তা নিয়ে দ্বন্দ্ব ছিল মনে।

গণমাধ্যমে পরিচালক বলেন, 'ছয়-সাত মিনিটের এই অংশ করতে শাকিব খান রাজি হবেন কি না, সেটা নিয়েও ভাবনা ছিল। কিন্তু চিত্রনাট্য পড়ে বৃদ্ধের অংশটুকু করতে দারুণ আগ্রহী হয়ে ওঠেন শাকিব। নিজে থেকেই বার বার তাগাদা দিতে থাকেন। সামান্য একটা অংশের জন্য বড় বাজেট বরাদ্দ করতে হয় আমাদের। '

তিনি বলেন, 'পুরো শুটিংয়ে আমরা এই অংশটা নিয়ে চিন্তিত ছিলাম। কারণ, প্রস্থেটিক মেকআপ করাটা কঠিন। দীর্ঘ সময় প্রয়োজন হয়। একটানা বসে থাকতে হয়। ভুল করা যাবে না। সব আলাদা করে লিখে রাখতে হয়। মেকআপের কাজগুলোও ভাগ করে দিতে হয়। শুটিংয়ের সময় এই মেকআপ দিতে আমাদের প্রতি দিন ছয় থেকে সাত ঘণ্টা লাগত। এই মেকআপ তুলতেও আবার তিন ঘণ্টা সময় লেগেছিল। তিন দিন আগে থেকেই আমরা টানা এই মেকআপের সঙ্গে ছিলাম। '

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘এটা অনেক ব্যয়বহুল। যে কারণে ঢালিউড সিনেমায় এ মেকআপের খরচ প্রযোজক বহন করতে চান না। কিন্তু আমরা কোনো ছাড় দিইনি। এই অর্থ দিয়ে অনায়াসে আমরা মারপিটের কয়েকটি দৃশ্য করতে পারতাম। ’

তবে একটি সূত্র বলছে, শাকিবের এই লুকের জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা।