অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ধর্ম সচিব

সংগৃহীত ছবি

অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ধর্ম সচিব

নিজস্ব প্রতিবেদক

হজ এজেন্সির কারণে এবছর যেসব সাধারণ মানুষ হ‌জে যে‌তে ঝা‌মেলায় প‌ড়ে‌ছেন সেসব এজেন্সির বিরুদ্ধে ক‌ঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হা‌মিদ জোয়াদ্দার।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে আশ‌কোনা হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় সকল হাজি ইতোমধ্যে পৌঁছে গেছেন। বাকিরা আজকের মধ্যে রওনা হবেন।

তিনি জানান, এর মধ্যে সৌ‌দি আরবে ২২ জন হাজির মৃত্যু হ‌য়ে‌-ছে।

এসময় নতুন লাইসেন্সের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় যেন হাবের পরামর্শ নেয় সে বিষয় দাবি জানান তারা।

এদিকে, অনিশ্চয়তায় পড়া ৫৩৮ হজযাত্রী হাবের মধ্যস্থতায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তাদের টাকা নিয়ে পালিয়ে যান এসএন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক শাহ আলম। অনিশ্চয়তার মধ্যে পড়ে তাদের হজযাত্রা।

জানা গেছে, অভিযুক্ত শাহ আলম ওই হজযাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। এরমধ্যে প্রায় ৭৫ জনের ভিসাও করেছিল তার এজেন্সিটি। ৯০ জনের টিকিট কনফার্ম করলেও তাদের বাড়ি চূড়ান্ত করেনি।

এ ঘটনায় রাজধানীর শ্যামপুর থানা এলাকার জুরাইনে তার অফিসে গিয়েও হজযাত্রীরা তার কোনও খবর পাচ্ছিলেন না। মোহাম্মদপুরে শাহ আলমের অন্য আরেকটি অফিসে গিয়েও কোনও সমাধান পাচ্ছিলেন হজযাত্রীরা। পরবর্তীতে হজযাত্রীরা জুরাইনে বিক্ষোভ করেন।

news24bd.tv/FA