স্ত্রীসহ গ্রেপ্তার নতুন জঙ্গি সংগঠন ‘শারক্বিয়া’র প্রতিষ্ঠাতা শামীন

সংগৃহীত ছবি

স্ত্রীসহ গ্রেপ্তার নতুন জঙ্গি সংগঠন ‘শারক্বিয়া’র প্রতিষ্ঠাতা শামীন

অনলাইন ডেস্ক

‘জামাতুল আনসার ফিল হিন্দাল ‘শারক্বিয়া’র কথিত প্রতিষ্ঠাতা শামীন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার (২৩ জুন) রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেন সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।  

তিনি বলেন, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার প্রতিষ্ঠাতা শামীন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। ’

জানা গেছে, শামীন মাহফুজ মেধা তালিকায় স্থান পেয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষ করেন।

পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। রাইফেলস কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। এখান থেকে সবার কাছে তিনি ‘স্যার’ হিসেবে পরিচিত হন। তার স্ত্রীও জঙ্গি মতাদর্শে বিশ্বাসী।