এবার বরগুনায় কালো ডিম পাড়ল পাতিহাঁস

এবার বরগুনায় কালো ডিম পাড়ল পাতিহাঁস

অনলাইন ডেস্ক

পাতিহাঁসের কালো ডিম পাড়ার ঘটনা এর আগেও ঘটেছে। এবার বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া আকন বাড়ির একটি পাতিহাঁস কালো ডিম পেড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। উৎসুক এলাকাবাসী হাঁসের কালো ডিম দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

শুক্রবার (২৩ জুন) দুপুরে মো. রহিম আকনের একটি হাঁস চতুর্থ দিনের মতো কালো ডিম পাড়ে তিনি গণমাধ্যমকে বিষয় জানান।

রহিম আকন বলেন, তিন মাস আগে আমার শ্বশুর বাড়ি থেকে পাতি হাঁসের বাচ্চা নিয়ে এসে লালনপালন শুরু করি। এরপর থেকে স্বাভাবিক নিয়মই হাঁসগুলো লালন পালন করি। গত চার দিন ধরে একটি হাস কালো রংয়ের ডিম পাড়ে।

বিষয়টি দেখে আমি অবাক হই। এ ঘটনাটি জানাজানি হতে এলাকায় মানুষ ছুটে আসে ডিম দেখার জন্য।

এ বিষয়ে বরগুনা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, হাঁসটি কালো ডিম কেন পেড়েছে, এ ব্যাপারে এখনই বলা সম্ভব হচ্ছে না। আপাতত এটিকে স্বাভাবিক হিসেবেই গ্রহণ করতে হবে। তবে আমরা সাতটি ডিম দেখবো এবং নমুনা সংরক্ষণ করব। এরপর ডিম ও হাঁসটি পরীক্ষাগারে পাঠাব।

উল্লেখ্য, এর আগে কুড়িগ্রামের নাগেশ্বরীতে, ভোলার চরফ্যাশনে এবং পটুয়াখালীর গলাচিপায় দেশি পাতিহাঁস কালো ডিম পেড়েছিল।

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক